অনলাইন ডেস্ক :
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ তারকা অনন্যা পান্ডের তিন বছরের প্রেমের সম্পর্ক ভেঙেছে। প্রেমিক শহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে সম্প্রতি ব্রেকআপ হয়েছে তাঁর। এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করেছে বলিউড-ভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা। দুজনের ঘনিষ্ঠ একটি সূত্র পোর্টালটির কাছে নিশ্চিতভাবে দাবি করেছে, অনন্যা ও ঈশান দীর্ঘ তিন বছর একসঙ্গে থাকার পরে নিজেদের সমঝোতায় সম্পর্ক ভেঙেছে। তবে, দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সেটা এমন যে, দুজনে একসঙ্গে সিনেমাও করতে পারেন। মজার ব্যাপার, মাত্র এক মাস আগেও অনন্যা ও ঈশানকে একসঙ্গে শহিদ কাপুরের জন্মদিনের অনুষ্ঠানে দেখা গিয়েছে। ‘খালি পিলি’ সিনেমার সেটে প্রথম আলাপ অনন্যা ও ঈশানের। তখন থেকেই কানাঘুষা শোনা যাচ্ছিল তাঁদের প্রেমের। গেল বছর দীপিকার জন্মদিনে হাতে হাত ধরে পার্টি থেকে বের হতে দেখা যায় দুজনকে। একই বছরে মালদ্বীপ ঘুরেছেন তাঁরা।
আরও পড়ুন
মাদককাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ, এক বছর পর মুখ খুললেন সাফা কবির
৫ বছর পর দেশে ফিরলেন নায়িকা শাবানা
বিদেশের উৎসব ঘুরে মেহজাবীনের ‘সাবা’ এবার বাংলাদেশে