January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 4th, 2022, 5:56 pm

অন্তঃসত্ত্বা কাজলের প্রস্তাব ফেরালেন চিরঞ্জীবী

অনলাইন ডেস্ক :

পরিচালক কোরাতলা শিবার পরবর্তী সিনেমা ‘আচার্য’। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মেগাস্টার চিরঞ্জীবী ও কাজল আগরওয়াল। চলতি মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। মুক্তিকে সামনে রেখে প্রচারের পরিকল্পনাও সাজিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। প্রচার অনুষ্ঠানে অংশ নেবেন চিরঞ্জীবী-রাম চরণ। এরই মাঝে এই দুই অভিনেতাকে একটি প্রস্তাব দিয়েছিলেন অন্তঃসত্ত্বা কাজল। কিন্তু তা ফিরিয়ে দিয়েছেন তারা। একটি সূত্র টলিউড ডটনেটকে বলেন কাজল আগরওয়াল সিনেমাটির প্রচারে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। অন্তঃসত্ত্বা কাজলের এই পেশাদার মনোভাব দেখে মুগ্ধ হয়েছেন চিরঞ্জীবী ও রাম চরণ। তারা বিনয়ের সঙ্গে কাজলের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং কাজলকে এখন পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’ কাজল নিজেকে সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা করছেন। মাঝে মাঝে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকেন। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে সন্তানের মুখ দেখবেন কাজল। আপাতত সেই অপেক্ষায় দিন কাটছে কাজল-কিচলু দম্পতির। কাজল ছাড়াও ‘আচার্য’ সিনেমায় অভিনয় করেছেনÑরাম চরণ, পূজা হেগড়ে, সোনু সুদ, যীশু সেনগুপ্ত, কিশোর, সৌরভ লুকেশ প্রমুখ। সিনেমাটিতে একটি আইটেম গানে রয়েছে; তাতে পারফর্ম করেছেন রেজিনা কাসান্দ্রা। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমা।