January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 4th, 2022, 8:54 pm

শ্রীলঙ্কায় নতুন ৪ মন্ত্রীর শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রী হিসেবে চারজনকে সোমবার শপথ পড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দ্বীপ দেশটিতে তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে মন্ত্রিসভা থেকে মন্ত্রীদের পদত্যাগের কয়েক ঘণ্টা পর তারা শপথ নিলেন।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক বিচারমন্ত্রী আলি সাবরি নতুন অর্থমন্ত্রী, জিএল পিরিস পররাষ্ট্রমন্ত্রী, দিনেশ গুনাবর্র্দেনা শিক্ষামন্ত্রী ও জনস্টন ফার্নান্দো পরিবহনমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ সরকার গঠনে রাজি হলে আগামী দিনে আরও মন্ত্রী শপথ নেবেন।
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট, লোডশেডিং, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতির সমাধানের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করছেন জনগণ।
দক্ষিণ এশিয়ার দেশটিতে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও তীব্র জ্বালানি সংকট নিয়ে ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে রবিবার রাতে লঙ্কান মন্ত্রিসভা থেকে মন্ত্রীরা পদত্যাগ করেন।
সোমবার প্রেসিডেন্ট রাজাপাকসে চলমান সংকটের সমাধান খুঁজতে সব রাজনৈতিক দলকে সরকারে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।