অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ২১১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৬৯ হাজার ৫৫১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৪ লাখ ৯৪ হাজার ৯৯০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৭ হাজার ১২৩ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ১৫ হাজার ৩৫৭ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৬০ হাজার ৫৭০ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৩৫৮ জনে।
আরও পড়ুন
রানওয়েতে বিমানের যান্ত্রিক ত্রুটি, ২ ঘণ্টা বন্ধ ছিল শাহ আমানত
কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
‘থ্রি জিরো’ বাস্তবায়নে মুসলিম নেতাদের ভূমিকা রাখার আহ্বান