অনলাইন ডেস্ক :
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহরে বিদ্রোহীদের হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর এক সদস্য নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এছাড়া অন্যত্র আরও দুটি পৃথক হামলায় চারজন ভারতীয় শ্রমিক আহত হয়েছেন।
ভারতীয় পুলিশ জানায়, সোমবার শ্রীনগরে টহল দেয়ার সময় আধাসামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে মোটরসাইকেলে করে আসা দুজন জঙ্গী গুলি চালায়। পরে আহত সেনাদের হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।
হামলার পর পুলিশ ও সেনারা ওই এলাকা ঘিরে ফেলে এবং জঙ্গীদের খোঁজে তল্লাশি চালায়।
এছাড়া সোমবার হামলাকারীরা দক্ষিণ পুলওয়ামা জেলায় দুই ভারতীয় শ্রমিকের ওপর গুলি চালায় এবং এতে তারা আহত হন। এর কয়েক ঘণ্টা আগে রবিবার গভীর রাতে পুলওয়ামায় গুলিবিদ্ধ হয়ে দুই শ্রমিক আহত হন।
আরও পড়ুন
টকশোর আড়ালে আ. লীগকে পুনর্বাসন ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন
আগামী সরকারের মন্ত্রীদের জন্য ১০১ কোটি টাকার ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল ৭ দিনের রিমান্ডে