অনলাইন ডেস্ক :
চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। কিছুদিন আগে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছে এটি। সিনেমার এই সাফল্যে শুধু অভিনয়শিল্পীরা প্রশংসা কুড়ালেও এবার টেকনিশিয়ানদের প্রাপ্যটা বুঝিয়ে দিলেন অভিনেতা রাম চরণ। সিনেমার পুরো টেকনিশিয়ান টিমকে একটি করে স্বর্ণের কয়েন উপহার দিয়েছেন এই অভিনেতা। জানা গেছে, এতে ১ তোলা স্বর্ণ রয়েছে। ‘ট্রিপল আর’ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ট্রেড রিপোর্ট অনুসারে, ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির ক্লাব অতিক্রম করেছে। আর এই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব