অনলাইন ডেস্ক :
বিশ্বের নানা দেশ থেকে আসতে শুরু করেছেন পর্যটকরা। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকেই কয়েকশ’ পর্যটক এসেছেন ফুকেটে। রই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা ২৫০ পর্যটককে ফুকেটে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। তবে কেবল ২ ডোজ টিকা গ্রহণকারীরাই ঢোকার অনুমোদন পাবেন। ‘ফুকেট স্যান্ডবক্স’ নামে বিশেষ ব্যবস্থা। এ ব্যবস্থায় আওতায় ফুকেটে প্রবেশের ১৪ দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার দুটি ডোজ নিতে হবে। থাকতে হবে কোভিড নেগেটিভ সনদ।
করোনার কারণে বিপর্যয় নেমে আসে পর্যটননির্ভর থাইল্যান্ডের অর্থনীতিতে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি খুলেছে দেশটির অন্যতম দর্শনীয় স্থান ফুকেট।
বিশ্বের নানা দেশ থেকে আসতে শুরু করেছেন পর্যটকরা। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকেই কয়েকশ’ পর্যটক এসেছেন ফুকেটে।
একজন জানান, প্রায় ১৮ মাস পর বাইরে বেরিয়ে বেশ প্রাণবন্ত লাগছে। আশা করি, আবার সব আগের মতো হয়ে আসবে। এখানে এসে খুব খুশি। থাইল্যান্ডের মতো বিশ্বের অন্যান্য দেশগুলোরও এমন ব্যবস্থা নেওয়া উচিত।
ধুঁকতে থাকা অর্থনীতির কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই সরকার। এ ছাড়া পরিস্থিতি আরও ভালো হলে রাজধানীতেও প্রবেশে অনুমতি দেবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
সামিটের আজিজ খান ও তার পরিবারের রিট নাকচ, ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বহাল
ভারতে গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি এএসপি আরিফুজ্জামান
লাগামহীন বক্তব্য, ফজলুর রহমানকে বিএনপির শোকজ