অনলাইন ডেস্ক :
স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। ২০১৯ সালের শেষের দিকে সৌরভ চক্রবর্তী-মধুমিতার বিবাহবিচ্ছেদ হয়। সংসার ভাঙার পর বহুবার প্রেম-বিয়ে নিয়ে আলোচনায় এসেছেন; সাহসী পোশাকে ক্যামেরাবন্দি হয়েও কম সমালোচিত হননি টলিউডের এই নায়িকা। বাংলার ‘পাখি’ এবার উড়ে যাচ্ছেন ভারতের দক্ষিণে। অভিনেত্রীর ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেনÑ‘দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে মধুমিতার। তার বিপরীতে দক্ষিণের জনপ্রিয় এক নায়ক অভিনয় করবেন। নতুন ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী!’ তবে বাঙালি অভিনেত্রী মধুমিতা দক্ষিণী কোনো ভাষা জানেন না। এজন্য নতুন করে ভাষা আয়ত্ত করার চেষ্টা করছেন তিনি। বিষয়টি উল্লেখ করে সূত্রটি বলেনÑ‘নতুন ভাষার সঙ্গে তার পরিচয় হচ্ছে। তাই শুটিংয়ের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে নতুন ভাষা শিখছেন মধুমিতা।’ এরই মধ্যে নাকি সিনেমাটির কিছু অংশের শুটিং করেছেন মধুমিতা। যদিও দক্ষিণী সিনেমায় কাজের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী। মধুমিতার পরবর্তী সিনেমা ‘কুলের আচার’। সুদীপ দাস পরিচালিত এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার ও বিক্রম চ্যাটার্জি। মিঠি আর প্রীতমের প্রেমের গল্প বলবে এই সিনেমা। এতে দাপুটে শাশুড়ির চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণী হালদারকে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!