January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 7th, 2022, 7:44 pm

ঈদে ফজলুর রহমান বাবুর দুই গান

অনলাইন ডেস্ক :

একজন জনপ্রিয় অভিনেতা হিসেবেই পরিচিত ফজলুর রহমান বাবু। তবে শখের বসে গান গাওয়ার অভ্যাস ছিল তার। সেই ধারাবাহিকতায় এর আগে কয়েকটি গান গেয়ে দারুণ শ্রোতাপ্রিয়তা পান তিনি। তবে গানে খুব বেশি নিয়মিত নন তিনি। সম্প্রতি মান্নান মোহাম্মদের সুরে দুটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা। এরইমধ্যে গান দুটির সব কাজ শেষ হয়েছে। এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, আমি অভিনয়কেই বেশি গুরুত্ব দিয়ে চলি। তবে শ্রোতারা যেহেতু আমার গান পছন্দ করেন, তাই মাঝে মধ্যে অবসরে গান গাই। আগামী ঈদে আমার দুটি নতুন একক গান প্রকাশ হচ্ছে। আশা করছি গান দুটি শ্রোতাদের ভালো লাগবে। এদিকে দীর্ঘদিন পর বড়পর্দায় আসছে বাবুর নতুন সিনেমা। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় এটির নাম ‘পাপ পূণ্য’। এ ছাড়া আরও কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেতা।