ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামতোর্স্ক রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় ৩০ জনের বেশি নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় রেল কোম্পানি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
এ স্টেশনটি পূর্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজে ব্যবহারের জন্য বেশ পরিচিত।
দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, হামলার সময় স্টেশনে হাজারো মানুষ ছিল। তারা ওই অঞ্চল থেকে সরে যাওয়ার জন্য ট্রেনে উঠার চেষ্টা করছিলেন।
ইউক্রেনীয় রেলের প্রধান অলেক্সান্ডার কামিশিন বলেছেন, দুটি রকেট স্টেশনটিতে আঘাত হেনেছে।
এ ঘটনার পর ক্রামতোর্স্ক সিটি কাউন্সিল নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার বিষয়ে সতর্ক করেছে।
—-ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
মাদুরোর মতো পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর