জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের হাতিয়ায় পিকআপ-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত দুই নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৬ জন।
শনিবার (৩ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালীহাতির হাতিয়ায়এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথে হাতিয়ায় বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের থাকা এক নারীসহ তিনজন মারা যান। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা নারীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকআপের লোকও রয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও এক নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি, মাছ ধরতে যাওয়া নিষেধ
জুলাই গণ-অভ্যুত্থান, আমিরাতে বন্দি অবশিষ্ট ২৪ জনের মুক্তি শিগগিরই
যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ বাংলাদেশি ফেরত, ২৬ জনই নোয়াখালীর