January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 12th, 2022, 5:15 pm

নাটক পাড়ায় শোক, বিদ্যুৎস্পৃষ্টে লাইটম্যানের মৃত্যু

অনলাইন ডেস্ক :

অভিনয়শিল্পীদের আলোকিত করাই ছিল সবুজের কাজ। লাইটম্যান হিসেবে যুক্ত ছিলেন বিভিন্ন নাটক ও টেলিছবিতে। সদাহাস্য এই লাইনম্যান ডুবে গেলেন অন্ধকারে। ৬ দিন আইসিইউতে থাকার পর মারা গেলেন তিনি । গত বুধবার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর নাটকের সেটে বিদ্যুৎস্পৃষ্ট হন সবুজ। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে তিনি মারা যান। তথ্যটিজানিয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু ও নির্মাতা চয়নিকা চৌধুরীসহ একাধিক অভিনয়শিল্পী। এরমধ্যে রাশেদ মামুন অপু ফেসবুকে লেখেন, ‘আমাদের আলোকিত করতে গিয়ে নিজেই অন্ধকারে চলে গেলেন সবুজ। আমাদের লাইটের সবুজ।’ শোক প্রকাশ করেছেন আরও কয়েকজন শিল্পী। সবুজের মৃত্যুতে শুটিং বিরতি দিয়ে তাৎক্ষণিক নীরবতা পালন করে ‘মাশরাফি জুনিয়ার’ নাটকের ইউনিট। অন্যদিকে, নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সেদিনের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘নাটকের দৃশ্যের লাইট বাড়ানো বা ব্যালেন্স করার জন্য একধরনের সাদা বোর্ড ব্যবহার করি আমরা। সবুজ শুটিং হাউজের দোতলার বারান্দায় ওরকমই একটা বোর্ড ঠিক করছিলেন। বাইরে প্রচুর বাতাস ছিল। এমন সময় রাস্তায় থাকা বিদ্যুতের লাইনের সঙ্গে বোর্ডের ধাক্কা লাগে। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন সবুজ। এরপর দ্রুত তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়।’ দুর্ঘটনাটি ঘটে ‘প্রথম প্রথম প্রেম’ নাটকের সেটে। চয়নিকা চৌধুরী জানান, সবুজের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গিয়েছিল। সঙ্গে তার দেহে অক্সিজেন স্বল্পতা তৈরি হয়। চয়নিকা বলেন, ‘একেবারের অনাকাক্সিক্ষত মৃত্যু এটা। আমাদের শুটিং হাউজের কারেন্ট বন্ধ ছিল। সবুজ বোর্ড ঠিক করতে গিয়ে জাস্ট বোর্ডটা রাস্তার তারের ওপর পড়লো, আর তিনি গিয়ে হাতটা দিলেন। সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা। আমার বেশি খারাপ লাগছে তার বাবা-মার কথা ভেবেও। সবুজ তাদের একমাত্র সন্তান।’ জানা যায়, বিকালের মধ্যেই এই লাইটম্যানের জানাজা ও দাফনের সিদ্ধান্ত হবে।