January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 12th, 2022, 5:17 pm

বৈশাখ উপলক্ষে নতুন গানে সন্দীপন

অনলাইন ডেস্ক :

পয়লা বৈশাখ মানেই উৎসব আনন্দ। সেই আয়োজনে বড় অনুষঙ্গ হয়ে থাকে বাংলা গান। নতুন বছরকে যেমন গানে গানে বরণ করা হয়, তেমনি এই উপলক্ষে প্রকাশিত হয় অসংখ্য কাজ। আর এতে সামিল হলেন শিল্পী সন্দীপন। বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন গান ‘ও ঢাকি বাজা রে ঢাক’। যেখানে ফুটে উঠেছে বৈশাখের আমেজ। এর কয়েকটি বাক্য এমন- ‘ও ঢাকি বাজা রে ঢাক/ বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ/ কে যাবি যাবি আয়, প্রাণের মেলায়/ নাচে রে নাচে মন, মাতে রে মাতে মন রঙিন খেলায়/ ও ঢাকি বাজা রে ঢাক’। গানটির কথা লিখেছেন মনিউল হক মঈন। সুর ও সংগীতে আছেন বিনোদ রায়। এটি নিয়ে সন্দীপন বলেন, ‘পহেলা বৈশাখের আনন্দ সব ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। এ আনন্দে এসে গেল নতুন গান। আশা করি, সবার ভালো লাগবে।’ ভিডিওতে বৈশাখের পুরনো ফুটেজ ব্যবহার করা হয়েছে। এটি প্রকাশিত করেছে সুরের পিয়াসী এন্টারটেইনমেন্ট। তাদের ইউটিউব চ্যানেলে গত ১০ এপ্রিল এটি অবমুক্ত হয়েছে।