অনলাইন ডেস্ক :
পয়লা বৈশাখ মানেই উৎসব আনন্দ। সেই আয়োজনে বড় অনুষঙ্গ হয়ে থাকে বাংলা গান। নতুন বছরকে যেমন গানে গানে বরণ করা হয়, তেমনি এই উপলক্ষে প্রকাশিত হয় অসংখ্য কাজ। আর এতে সামিল হলেন শিল্পী সন্দীপন। বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন গান ‘ও ঢাকি বাজা রে ঢাক’। যেখানে ফুটে উঠেছে বৈশাখের আমেজ। এর কয়েকটি বাক্য এমন- ‘ও ঢাকি বাজা রে ঢাক/ বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ/ কে যাবি যাবি আয়, প্রাণের মেলায়/ নাচে রে নাচে মন, মাতে রে মাতে মন রঙিন খেলায়/ ও ঢাকি বাজা রে ঢাক’। গানটির কথা লিখেছেন মনিউল হক মঈন। সুর ও সংগীতে আছেন বিনোদ রায়। এটি নিয়ে সন্দীপন বলেন, ‘পহেলা বৈশাখের আনন্দ সব ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। এ আনন্দে এসে গেল নতুন গান। আশা করি, সবার ভালো লাগবে।’ ভিডিওতে বৈশাখের পুরনো ফুটেজ ব্যবহার করা হয়েছে। এটি প্রকাশিত করেছে সুরের পিয়াসী এন্টারটেইনমেন্ট। তাদের ইউটিউব চ্যানেলে গত ১০ এপ্রিল এটি অবমুক্ত হয়েছে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!