January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 12th, 2022, 5:20 pm

‘বিস্ট’ দেখার জন্য ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অভিনীত পরবর্তী সিনেমা ‘বিস্ট’। বহুল প্রতীক্ষিত এই সিনেমা নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই। এমনকি সিনেমা মুক্তির জন্য অফিস ছুটি ঘোষণা করেছে একটি প্রতিষ্ঠান। ভারতের তামিলনাড়ুর তিরুপুরে অবস্থিত প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল নোটিশে জানিয়েছে, ‘বিস্ট’ সিনেমাটি প্রথমদিনে দেখার জন্য তাদের বেশিরভাগ কর্মী ছুটির আবেদন করেছেন। তাই এর সমাধান হিসেবে সেই দিন অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি এন্টি-প্রাইরেসি সমর্থন করে জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে। এখানেই শেষ নয়, প্রতিষ্ঠানের বিদেশি কর্মীদের জন্য বিনামূল্যে টিকিট উপহার দেওয়া হয়েছে। আজ বুধবার মুক্তি পাচ্ছে ‘বিস্ট’। সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেনÑভিটিভি গণেষ, অপর্ণা দাস, যোগী বাবু, লিলিপুট ফারুকী, অঙ্কুর অজিত প্রমুখ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে তামিল ভাষার অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা। তবে সিনেমা দেখার জন্য প্রতিষ্ঠানের ছুটির ঘটনা দক্ষিণে এটিই প্রথম নয়। এর আগে সুপারস্টার রজনীকান্তের ‘কাবালি’ ও ‘কালা’ সিনেমা মুক্তির সময় কিছু প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছিল।