January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 12th, 2022, 8:30 pm

ঝালকাঠিতে ডায়রিয়া রোগী বাড়ছে

প্রচণ্ড তাপদাহে ঝালকাঠিতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু।

চলতি মাসের শুরু থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে ২১০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যসূত্র জানায়, ঝালকাঠি সদর হাসপাতালে ডায়রিয়া ওর্য়াডে ১৫টি বেড রয়েছে। তবে বেডের তুলনায় রোগীদের চাপ বেশি থাকায় হাসপাতালের ওর্য়াডের ফ্লোরে রেখে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া তিনটি উপজেলা হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ দেখা গেছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত খাবার ও আইভি স্যালইনসহ পর্যাপ্ত ওষুধ রয়েছে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, প্রচণ্ড তাপদাহ ও রমজানে ভাজা-পোড়া খাবার খেয়ে প্রধানত রোগীরা ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

তবে ডায়রিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি