জেলার সাতকানিয়া বান্দরবান সড়কের বাজালিয়া এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাজালিয়া বাইতুল ইজ্জত বর্ডার গার্ড বাংলাদেশ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফরহাদ (৩২) বান্দরবান সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড বনরুপা পাড়ার আবদুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে বান্দরবানগামী যাত্রীবাহী পূর্বানী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী ফরহাদের মৃত্যু হয়। অপর আরোহী আহত হন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারে তারা কাজ করছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন