Wednesday, April 13th, 2022, 8:17 pm

৩ ম্যাচ খেলেই নিউজিল্যান্ডের বর্ষসেরা উইল ইয়ং

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ড ক্রিকেটে ওয়ানডে বর্ষসেরা নারী ও পুরুষের পুরস্কার পেয়েছেন যথাক্রমে অ্যামেলিয়া কের ও উইল ইয়ং। ২০২১ সালে কের ৬ ম্যাচ খেলে ১১৭ রান ও ৬টি উইকেট নিয়েছেন। আর এ বছর অনুষ্ঠিত নারী বিশ্বকাপে ২০১ রান ও ৯টি উইকেট পেয়েছেন। তবে চমক দেখিয়েছেন ছেলেদের পুরস্কার পাওয়া ইয়ং। তরুণ এই ব্যাটার পুরস্কার নির্ধারণের সময়ে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন। কিন্তু ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে এই তিন ম্যাচ খেলেই ২টি সেঞ্চুরিতে ২২৪ রান করেছেন। যেখানে গড় ১১২। এদিকে কিউইদের নারী ও পুরুষ টি-টোয়েন্টি বর্ষসেরার পুরস্কার পেয়েছে সোফি ডিভাইন ও ট্রেন্ট বোল্ট।