January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 13th, 2022, 8:46 pm

বিজয়নগরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করে করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

মঙ্গলবার ১২ এপ্রিল, পবিত্র মাহে রমজানের সময় বাজার মনিটরিং এর সময় উপজেলার হরষপুর ইউপির হরষপুর দেওয়ান বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময়ে ওজনে কারচুপি করা, ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দোকানে প্রদর্শন না করার অপরাধে ৬ টি মামলায় ৬ জন কে ১৪,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন,পবিত্র মাহে রমজানে মিষ্টির দোকানগুলোতে ভোক্তারা ১০০০ গ্রাম মিষ্টি ক্রয় করলে , দোকানদাররা কারচুপির মাধ্যমে ২০০ থেকে ১৮০ গ্রাম পর্যন্ত মাল কম দিয়ে থাকেন
এবং বাজার মনিটরিংয়ে , দোকান গুলোতে দ্রব্যমূল্যর তালিকা টানানো নেই এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়, অদূর ভবিষ্যতে এমন অপরাধের তথ্য পেলে অভিযান অব্যাহত থাকবে বলে সকল ব্যবসায়ীদেরকে সতর্ক করেন।