অনলাইন ডেস্ক :
প্রার্থনা ফারদিন দীঘি- শিশুশিল্পী থেকে বড় পর্দার অভিনেত্রী। নায়িকা হিসেবেও রুপালি পর্দায় অভিষেক হয়েছে তার। হাতে রয়েছে একাধিক সিনেমা। তবে কঠোর লকডাউনের কারণে শুটিংয়ের কাজ পিছিয়েছে। ঘরবন্দি সময় কাটাচ্ছেন দীঘি। তাই বলে এটা ভাবার কারণ নেই, তিনি অলস সময় পাড় করছেন। পড়াশোনা, পা-ুলিপি দেখা এবং টুকটাক বাসার কাজ করেই চলে যাচ্ছে দিন- জানিয়েছেন এই নায়িকা। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘কঠোর লকডাউনের কারণে বাধ্য হয়ে বাসায় থাকতে হচ্ছে। আমার হাতে অনেকগুলো কাজ জমে আছে। পা-ুলিপি পড়ার সময় পাচ্ছিলাম না। এই লকডাউনে পা-ুলিপিগুলো পড়ছি। এ ছাড়া আমার পড়াশোনা আছে। অনলাইন ক্লাসেও আমার কিছুটা সময় কেটে যায়। এ ছাড়া বাসার টুকটাক কাজ তো আছেই- সেগুলোও করতে হচ্ছে।’হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করছেন দীঘি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় এটি পরিচালনা করছেন মুম্বাইয়ের ‘মাস্টার’খ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের শৈশবের চরিত্রে দেখা যাবে দীঘিকে। গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির। এরপর তার ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তি পায়৷
আরও পড়ুন
শাকিবের ডাকে হাজির যেসব তারকা
অব্যাহতি চাইলেন মামুনুর রশীদ
অভিনয়ে ফিরবেন কি না, জানালেন ববিতা