রাজধানীর লালবাগ এলাকার একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে শহীদ নগর বউ বাজার এলাকার চার নম্বর গলির টিন শেড কারখানাটিতে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে দুপুর ১টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তারা এখন আগুন সম্পূর্ণভাবে নেভানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
—ইউএনবি

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর