January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 15th, 2022, 7:35 pm

বিটিভির অনুষ্ঠান দিয়ে কাজে ফিরছেন জায়েদ খান

অনলাইন ডেস্ক :

জটিলতা কাটেনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে এখনও লড়ছেন চিত্রনায়ক জায়েদ খান। অপেক্ষায় আছেন আদালতের চূড়ান্ত রায়ের। তবে সেসব জটিলতা এক পাশে রেখে অবশেষে কাজে ফিরলেন তিনি। বিটিভির সেলিব্রেটি শো চায়ের আড্ডার অতিথি হিসেবে অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি দেখা যাবে আসন্ন ঈদেই। জায়েদ খান মানবজমিনকে বলেন, আমি আদালতের রায়ের অপেক্ষায় আছি সত্যি কথা বলতে। তবে আমি শিল্পী মানুষ। কাজও তো করতে হবে। সেজন্যই বিটিভির সেলিব্রেটি শোয়ে অংশ নিলাম। অনেকদিন পর কাজে ফেরাটা প্রশান্তি এনে দিয়েছে। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। এরপর ব্যাপারটি আদালত অবধি গড়ায়।