অনলাইন ডেস্ক :
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসায় মারা যান তিনি। খবরটি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। অফিশিয়াল ফেসবুক পেইজে অপূর্ব লিখেছেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন’ এদিকে অপূর্বর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা খায়রুল আলম টিপুও। তিনি জানান, শুক্রবার (১৫ এপ্রিল) শুটিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন অপূর্ব। পথিমধ্যে বাবার মৃত্যুর খবর পেয়ে ফিরে যান বাসায়। জানা গেছে, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন ওমর ফারুক। শুক্রবার (১৫ এপ্রিল) না-ফেরার দেশে চলে গেলেন তিনি। অপূর্বর বাবার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। নির্মাতা মিজানুর রহমান আরিয়ান লিখেছেন, ‘অপূর্ব ভাইয়ের বাবা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করি মহান আল্লাহ এই সহজ সুন্দর মানুষটাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।’ অভিনেতা শামীম হাসান সরকার লিখেছেন, ‘অপূর্ব ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ চাচাকে জান্নাতবাসী করুন।’ তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আমাদের প্রিয় জিয়াউল হক অপূর্ব ভাইয়ের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন; সবাই ওনার বাবার জন্য দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার অনন্তযাত্রা শান্তির হোক।’ তিন বছরের মাথায় অপূর্ব ভাইয়ের পরে বাবাকে হারালেন। এর আগে ২০১৯ সালে অপূর্ব তার ছোট ভাই জাহেদুল ফারুক দীপুকে হারিয়েছেন। রাজধানীর শেখেরটেক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানানো হয়, এটি আত্মহত্যা।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!