অনলাইন ডেস্ক :
টেলিভিশনের সংবাদ পাঠিকাকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। অর্ধ শতাব্দিরও বেশি সময় ধরে উত্তর কোরিয়ার সরকারি টেলিভিশনে সংবাদ পাঠ করতেন রি চুন হি। ১৯৯৪ সালে সমাজতান্ত্রিক উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের মৃত্যু খবর থেকে শুরু করে ২০০৬ সালে দেশটির পারমাণবিক অস্ত্র পরীক্ষার খবরও পাঠ করেছিলেন রি চুন। সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে রাজধানী পিয়ংইয়ংয়ের নদীর তীরবর্তী একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কিম জং উনের সাথে রি চুনকে দেখা গেছে। উপহার প্রাপ্তির পর রি চুন প্রতিক্রিয়ায় কিম জং উনকে বলেছেন, তার নতুন বাড়ি হোটেলের মতো সুন্দর। তার পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতার কারণে সারারাত কেঁদেছে। জবাবে কিম জং উন বলেছেন, রি চুন জাতীয় সম্পদ। তিনি তার বালিকাবেলা থেকে সংবাদ পাঠিকা হিসেবে জাতির জন্য কাজ করে গেছেন। কেসিএনএ জানিয়েছে, কিম জং উনের দাদা কিম ইল সাংয়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়। ‘যারা দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদান রেখেছেন তাদের বাড়ি উপহার দেওয়ার জন্য এই প্রকল্পটির সূচনা’ করেছিলেন উন।
আরও পড়ুন
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি