Saturday, April 16th, 2022, 7:25 pm

কক্সবাজারে ৮০ হাজার ইয়াবা জব্দ, মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মো. কামাল হোসেন (২২) প্লাস্টিকের ব্যাগে ইয়াবা নিয়ে নাফ নদী পার হয়ে টেকনাফের জালিয়ার দ্বীপে আসছিলেন।

মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দুটি টহল দল জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয়। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তারা দেখতে পায় দুজন লোক নদী পার হচ্ছে। এই সময় বিজিবি একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

পরে বিজিবি সদস্যরা আটক ব্যক্তির কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

—ইউএনবি