অনলাইন ডেস্ক :
বলিউড বাদশা শাহরুখ। ‘জিরো’ সিনেমার পর বিরতিতে ছিলেন। এরপর করোনা, আরিয়ানকা-ে আরও পিছিয়ে পড়েছিলেন। কবে আসবেন, ফিরবেন শাহরুখ খান? এ প্রশ্ন ছিল অনেক ভক্তের মনে। নতুন খবর হলো, শুটিংয়ে ফিরেছেন শাহরুখ খান। একের পর এক সিনেমার কাজ করছেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনের শুটিংয়েও ব্যস্ত রেখেছেন নিজেকে। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। বছরের শুরুতে ‘পাঠান’ সিনেমার কাজ শেষ করেছেন শাহরুখ খান। দক্ষিণী পরিচালক অ্যাটলির নাম ঠিক না হওয়া একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। এতে তার বিপরীতে আছেন নয়নতারা। এবার রাজকুমার হিরানির নতুন সিনেমার কাজ শুরু করেছেন কিং অব রোমান্স। আগামী বুধবার থেকে এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাহরুখ। কমেডি ধাঁচের এ সিনেমাটির মাধ্যমে রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজ করছেন শাহরুখ। মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছে এ সিনেমা শুটিং। সব মিলিয়ে শাহরুখের বৃহস্পতি এখন তুঙ্গে। ছেলে আরিয়ানকা-ে শাহরুখের ক্যারিয়ার হুমকির মুখে পড়বে বলে যে ধারণা করা হয়েছিল তা এখন অনেকটাই উড়ে গেছে। ঠিক এমনটাই মনে করছেন বি টাউনের অনেকে।
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই