January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 17th, 2022, 7:54 pm

বিয়ে তানজিন তিশার, সম্বন্ধে অতিষ্ঠ পরিবার!

অনলাইন ডেস্ক :

মেয়েকে বিয়ে দেবেন বলার পর বিয়ের সম্বন্ধ আসতে থাকায় অতিষ্ঠ তানজিন তিশার পরিবার। চৌধুরী-বাড়ির সঙ্গে আত্মীয়তা করতে পাত্রপক্ষ বাড়িতে লাউ, কুমড়া, মাছ যে যা পাচ্ছে পাঠাচ্ছে। না, এমন দৃশ্য অভিনেত্রী তানজিন তিশার বাস্তব জীবনের নয়। এনটিভির ঈদে আয়োজনের; নাটক ‘নবাবী প্রেম’। রিফাত আদনান পাপনের রচনায় নাকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম, যেখানে তিশার বিপরীতে দেখা মিলবে তৌসিফ মাহবুবের। গল্পে দেখা মিলবে, তিশার বাবা বিদেশ থেকে এসেছেন গ্রামে, মেয়েকে বিয়ে দিতে চান গ্রামের এক ভালো ছেলের সঙ্গে। সেই দায়িত্ব পড়েছে তাঁর গ্রামের বাড়ি দেখাশোনা করা বাল্যবন্ধু তৌসিফের বাবার ওপর। তৌসিফ এলাকার ডিশের ব্যবসায়ী। পরিচয়ের শুরুতে তিশার সঙ্গে ঝামেলা, সেটা রূপ নেবে এক নবাবী প্রেমে। আর তা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়। মো. তৌফিকুল ইসলাম এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে জানিয়েছেন, দর্শক বেশ উপভোগ করবেন নাটকটি।