জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মানবিক সহায়তা বক্স এর প্রাপ্ত অর্থ হতে অসহায় ১৯ জন শিক্ষার্থীর মাঝে শনিবার পাঠ্যবই, ইউনিফর্ম ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আসিব আহসান প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে ইউএনও এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন প্রমুখ। এছাড়া সহায়তা প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক অনুভূতি ব্যাক্ত করে। এ সময় উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হকসহ সাংবাদিক ও সহায়তা প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক আসিব আহসান লক্ষ্মীটারী ইউনিয়নের এসকেসের বাজার সংলগ্ন ইচলি মৌজায় মুজিব শতবর্ষের ৩য় পর্যায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পীরগঞ্জ, পীরগাছা, কাউনিয়ার ইউএনও, লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক গঙ্গাচড়া মডেল মসজিদ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা