অনলাইন ডেস্ক :
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আবারো প্রাণ হারিয়েছে ৩৫ জন। আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) জানিয়েছে, গত শুক্রবার ছোট নৌকাটি লিবিয়ার সাবরাথা শহরের উপকূলে ডুবে গেছে। এ ঘটনায় সাগর থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আইওএম জানিয়েছে, পশ্চিম লিবিয়ার শহর সাবরাথার কাছে নৌকাডুবির ঘটনাটি ঘটে। অঞ্চলটি সমুদ্রযাত্রার জন্য খুবই বিপজ্জনক। সাধারণত আফ্রিকান অভিবাসিরা এ রুটের মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে থাকে। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ছয় অভিবাসির মরদেহ উদ্ধার করা গেছে। বাকি ২৯ জনের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। নৌকাডুবির কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইওএম জানিয়েছে, ভূমধ্যসাগরে প্রতিনিয়তই ঘটছে এমন ঘটনা। যা কোনোভাবেই স্বাভাবিক নয়। মানব পাচারকারীদের কাছে পাচারের গুরুত্বপূর্ণ রুট লিবিয়া। উন্নত জীবনের আশায় অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে মারা যাচ্ছে অসংখ্য অভিবাসন প্রত্যাশি। গত সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে মারা গেছে ৫৩ জন। চলতি বছর ১ জানুয়ারি থেকে গত ১১ এপ্রিল পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে ৪৭৬ অভিবাসির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।

আরও পড়ুন
‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে ইরানের রাস্তায় দাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল অস্ট্রেলিয়া
ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, দাবি আরাগচির