জামালপুরে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন লেগে গুরুত্বপূর্ণ নথিপত্র ও ফার্নিচার পুড়ে গেছে। রবিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৭টার দিকে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দায়িত্বরত নিরাপত্তাকর্মী আনসার সদস্যরা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্রসহ বেশ সবকিছু জিনিস পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেননি সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসা বলেন, সকালে আনসার সদস্যরা উপজেলা পরিষদের তৃতীয় তলায় আগুন লাগার বিষয়টি আমাকে অবহিত করেন। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি বলতে পারেননি।
—ইউএনবি

আরও পড়ুন
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা