অনলাইন ডেস্ক :
বলিউডের স্পষ্টভাষী নায়িকা কঙ্গনা। তার ঠোঁটকাটা স্বভাবের জন্য সবসময়ই থাকেন আলোচনা-সমালোচনায়। এদিকে, সবেমাত্র সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। আলিয়ার হালকা রঙের শাড়ি আর স্নিগ্ধ মেকআপলুক সবার নজর কেড়েছে। কিন্তু কথা সেখানে নয়, আলিয়ার বিয়ের ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাদ সাধেন আলিয়াভক্তরা। আলিয়ার বিয়ের শাড়ি এবং ভাইয়ের বিয়েতে পরা কঙ্গনার একটা শাড়ির রঙে এবং আর সুতার কাজে মিল পেয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি অনেকে। দোষ এসে পড়েছে ডিজাইনারের ওপর। কারণ, দুই নায়িকার দুটো শাড়ির মধ্যে এত মিল, যা দর্শককে হতাশ করেছে। কেননা, পোশাকশিল্পী সব্যসাচী মানেই সবার কাছে ভিন্ন কিছু। এ ঘটনার পর কেউ কেউ সব্যসাচীকে ‘অলস’ বলেও কটাক্ষ করেছেন। তাদের ধারণা, সব্যসাচী আজকাল বেশি খাটতে ভালোবাসেন না। তাই একই ধরনের শাড়ি বানাচ্ছেন। আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি। গোটাপাত্তির কারুকাজের বদলে শাড়ি ও হাতে বোনা টিস্যু ওড়নায় সোনালি জরি ও চুমকির কাজ। বিয়ের প্রজাপতি আঁকা সোনালি ব্লাউজে। মাথার ওড়নায় গোটা গোটা রোমান হরফে লেখা ছিল বিয়ের তারিখ: ১৪ এপ্রিল ২০২২। রণবীর কাপুরের সঙ্গে বিয়ের দিন এমনিভাবে সেজেছিলেন নববধূ আলিয়া ভাট। সব্যসাচীর পোশাকে সেজে ওঠা অন্যান্য বলি-তারকা থেকে আলাদা হয়ে ওঠায় প্রশংসায় পঞ্চমুখ আলিয়ার ভক্তরা। কিন্তু এই প্রশংসা ঘুরে গিয়েছে তার পরপরই। বলা চলে নেটিজেনদের মেমরি বেশ চৌকশ। তারই প্রমাণ মিলেছে আলিয়া-কঙ্গনার শাড়ির মিল তুলে ধরায়। ২০২০ সালে নিজের ভাইয়ের বিয়েতে কঙ্গনা রানাউত যে শাড়ি ও ব্লাউজে সেজেছিলেন, তার সঙ্গে মিল পেলেন অনেকেই। আলিয়া এবং কঙ্গনার ছবি পাশাপাশি রেখে তুলনা করেছেন নেটিজেনরা। কঙ্গনাও সব্যসাচীর তৈরি শাড়ি পরেছিলেন। একই রঙের, একই সুতার কাজ করা শাড়ি। যদিও আলিয়ার মতো তার শাড়িতে প্রজাপতি আঁকা ছিল না। ফুল, পাতা দিয়ে সুতার কাজ করা ছিল কঙ্গনার শাড়িতে। সূত্র: আনন্দবাজার
আরও পড়ুন
মুক্তি পেল ‘হৃদয়ের আয়না’
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’