January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 18th, 2022, 9:00 pm

মন্ত্রিসভার ৮৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত

ছবি: পি আই ডি

২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত মন্ত্রিসভার নেয়া সিদ্ধান্তের ৮৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে এবং বাকি ১১ শতাংশ বাস্তবায়নাধীন।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেয়া এক প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে মন্ত্রিসভা মোট ৭৪৮টি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৬৬৬টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং বাকি ৮২টি বাস্তবায়নাধীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে হওয়া এ সভায় সভাপতিত্ব করেন।
সভার পর বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৯ সালের জানুয়ারি থেকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ।
২০১৯ সালে মন্ত্রিসভার গৃহীত ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫২টি (৯৭ দশমিক ৬৭ শতাংশ) বাস্তবায়িত হয়েছে এবং ২০২০ সালে নেয়া ২৫১টি সিদ্ধান্তের মধ্যে ২৩৭টি (৯৪ দশমিক ৪২ শতাংশ) নির্বাহ হয়েছে।
এছাড়া ২০২১ সালে নেয়া ১৮০টির মধ্যে ১৪১টি (৭৮ দশমিক ৩৩ শতাংশ) এবং ২০২২ সালের মার্চ পর্যন্ত নেয়া ৫৯টি সিদ্ধান্তের মধ্যে ৩৬টি (৬১ দশমিক ০২) কার্যকর হয়েছে।

—ইউএনবি