সিলেটে হাওলাদার পাড়ায় পারিবারিক কলহের জের ধরে তিন বছরের এক শিশুকে হত্যার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
আটক পার্বতী দাস হাওলাদার পাড়া এলাকার বাসিন্দা।
সোমবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে রাহুল দাস নামে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার থেকে শিশুটি নিখোঁজ ছিল।
জালালাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, রুবেল দাসের ছেলে রাহুল পার্বতীর প্রতিবেশী ছিল। দুই দিন আগে, তিনি রাহুলকে তার বাড়িতে ডেকে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি তার বাড়িতে লুকিয়ে রাখে এবং রবিবার মধ্যরাতে ঝড়ের সময় বাঁশের ঝোপে ফেলে দেয়।’
ওসি জানান, সোমবারই ওই নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে।
নিখোঁজ হওয়ার একদিন পর ১৬ এপ্রিল রাহুলের বাবা জালালাবাদ থানায় সাধারণ ডায়রি করেন।
এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ