রাজধানীর নিউমার্কেট এলাকায় মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
রাতে ব্যবসায়ী সমিতির সদস্যদের হামলার প্রতিবাদে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে মানববন্ধন করতে গেলে এই সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেটের কয়েকজন ব্যবসায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও উসকানি দিলে সংঘর্ষ শুরু হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (নিউমার্কেট জোন) শরীফ বলেন, গতকাল রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছি।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আজ সকালে হামলার প্রতিবাদ করছিল এবং তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের মার্কেট খুলতে দেবে না।’
শিক্ষার্থীরা জানায়, গতরাতে সংঘর্ষের সময় পুলিশের ছোঁড়া রাবার বুলেটে চোখে আঘাতপ্রাপ্ত ঢাকা কলেজের দুই শিক্ষার্থী বর্তমানে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছে।
এর আগে মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও কয়েকজন ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের কারণে নিউমার্কেট এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে যা ভোর রাত ৪টা পর্যন্ত চলে।
সংঘর্ষের কারণে কয়েক ঘণ্টার জন্য মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে কয়েকজন পুলিশও আহত হয়।
—ইউএনবি

আরও পড়ুন
তারকারা হাতে-গালে হঠাৎ সংখ্যা লিখছেন কেন?
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ