যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী গ্রামে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বার (এক কেজি ৭৪৯ গ্রাম) জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজনকে আটক করা হয়েছে।
বুধবার ভোরের দিকে পুটখালী গ্রামের ইছামতি নদীর তীরের ২৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।
আটক মনিরুল ইসলাম (৩৭) বালুন্ডা গ্রামের বাসিন্দা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ মনিরুল ইসলামকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের বাজার মূল্য এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
—ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের