January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 20th, 2022, 8:13 pm

যুক্তরাষ্ট্রের পিটসবাগেবাড়ির দাম সবচেয়ে কম?

অনলাইন ডেস্ক :

বিশ্বের কয়েকটি উন্নত দেশের মধ্যে বাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে সাশ্রয়ী শহর নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের পিটসবার্গ। আর তার বিপরীত, অর্থাৎ বাড়ি কিনতে সবচেয়ে খরুচে শহর নির্বাচিত হয়েছে হংকং। তালিকায় নিউইয়র্কের অবস্থান ৭৩তম ও লন্ডন জায়গা করে নিয়েছে ৭৯তম স্থানে। সম্প্রতি ডেমোগ্রাফিয়া ইন্টারন্যাশনাল হাউজিং অ্যাফোর্ডেবিলিটি প্রতিবেদনের ২০২২ সংস্করণে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এটি তৈরি করেছে কানাডাভিত্তিক থিংক ট্যাংক ফ্রন্টিয়ার সেন্টার ফর পাবলিক পলিসি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক আরবান রিফর্ম ইনস্টিটিউট। প্রতিবেদন অনুসারে, বর্তমানে বাড়ি কেনায় সবচেয়ে সাশ্রয়ী দেশ যুক্তরাষ্ট্র। ওই গবেষণায় অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের খরচও বিবেচনা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী বাড়ি কেনার খরচ বেড়েছে। তবে এ ক্ষেত্রে এখনো সবচেয়ে সাশ্রয়ী পিটসবার্গ। তালিকার শীর্ষ দশে থাকা শহরগুলোর মধ্যে সাতটিই যুক্তরাষ্ট্রের। পিটসবার্গ ছাড়াও সবচেয়ে কম খরচে বাড়ি কেনার যোগ্য শহরগুলোর মধ্যে আরও রয়েছে ওকলাহামা, রোচেস্টার, এডমন্টন, সেন্ট লুইস, ক্লিভল্যান্ড, গ্লাসগো, সিনসিনাটি, বাফেলো, ক্যালগারি প্রভৃতি। তালিকার ৯২টি শহরের মধ্যে বাড়ি কেনার খরচ সবচেয়ে বেশি দেখা গেছে হংকংয়ে। তারপরে রয়েছে যথাক্রমে সিডনি, ভ্যাঙ্কুভার, সান জোস, মেলবোর্ন, হনুলুলু, সান ফ্রান্সিসকো, অকল্যান্ড, লস অ্যাঞ্জেলস, টরন্টো প্রভৃতি।
গবেষণা প্রতিবেদনটিতে ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে বাড়ির দামের সঙ্গে মানুষের আয়ের তুলনা করা হয়েছে। প্রতিবেদনের লেখক ওয়েন্ডেল কক্স বলেছেন, মহামারিকালে মানুষের বাড়ি কেনার ক্ষমতা অভূতপূর্ব হারে কমেছে। ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে ব্যয়বহুল বাজারের সংখ্যা বেড়েছে প্রায় ৬০ শতাংশ।