অনলাইন ডেস্ক :
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘শান’। এরইমধ্যে সিনেমাটি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সিনেমা হলগুলোতে মুক্তির বিষয়টি চূড়ান্ত করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ঈদের দিন থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, ঐতিহ্যবাহী হল মধুমিতা ও আনন্দ সিনেমা হলে ‘শান’ মুক্তির বিষয়টি চূড়ান্ত। ঢাকার বাইরে চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, বগুড়ার মধুবন, খুলনার শঙ্খ ও লিবার্টি হলেও চলবে সিনেমাটি। এ ছাড়া মানিকগঞ্জের নবীন হল, জয়দেবপুরের বর্ষা, শ্রীপুরের চন্দ্রিমা, টাঙ্গাইলের মালঞ্চ, ময়মনসিংহের ছায়াবাণী, মধুপুরের মাধবী সিনেমা, মেহেরপুরের মেহেরপুর সিনেমা, জয়পুরহাটের পৃথিবী কমপ্লেক্স, গোপালগঞ্জের চিত্রবাণী সিনেমা, শান্তাহারের পূর্বাশা সিনেমা, সিরাজগঞ্জের রেড সিনেক্লাব এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপের মতো হলগুলোতে ‘শান’ চূড়ান্ত হয়েছে। সিনেমাটি অন্যতম প্রযোজক ওয়াহিদুর রহমান জানিয়েছেন, ‘সিনেমাটির গল্প নির্মাণ দেখে মুগ্ধ হয়ে হলমালিকেরা এটি নিতে আগ্রহী হয়েছেন। দেশের সব বড় বড় হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে। আশা করি, এ সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ হল-তালিকা প্রকাশ করতে পারব।’ ‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিয়াম আহমেদ জানিয়েছেন বলেন, ‘অন্যতম স্বপ্নের প্রজেক্ট সিনেমাটি। চাই, ছবিটি দর্শকরা হলে দিয়ে দেখুক। ছবিটি দেখার পর ভালোমন্দ নিয়ে আলাপ করুক।’ সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত