জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে মাদক সহ ২ ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুর রহামন(৩০), পিতা- মিজান মিয়া, সাং- সিংগারবিল, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
বুধবার ২০ এপ্রিল আনুমানিক বিকাল ৪.৪৫ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থানাধীন ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এর সামনে সিলেট-কুমিল্লা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ২ মাদক ব্যবসায়কে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীর দখল হতে মাদক পাচার কাজে ব্যবহৃত সিএনজি‘সহ ১১৩ বোতল মাদকদ্রব্য স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়।
একই তারিখ আনুমানিক ৬.৫০ মিনিটে জেলা সদর থানাধীন আলাকপুর সাকিনস্থ মৃত সৈয়দ আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মহসিন ভূইয়া (৩০), পিতা- মৃত মহব্বত আলী ভূইয়া, সাং- বিষ্ণপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়কে আটক করেন।
এসময় ধৃত আসামীর দখল হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা