অনলাইন ডেস্ক :
জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে শুক্রবার ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ইসরায়েলের ভেতরে একাধিক মারাত্মক হামলা এবং অধিকৃত পশ্চিম তীরে গ্রেপ্তার অভিযানের পর এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে গত সপ্তাহ থেকে নিয়মিত সংঘর্ষের ঘটনার ঘটছে।
এদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে।
দুই ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আল আকসা মসজিদ প্রাঙ্গনের প্রবেশ গেটে পুলিশের দিকে পাথর ছুড়ে ফিলিস্তিনি যুবকরা। এরপর পুলিশ ভেতরে ঢুকে এবং রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়ে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় ৯ ফিলিস্তিনি আহত হয়েছেন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং ইহুদিরা এটাকে টেম্পল মাউন্ট হিসেবে বিবেচনা করে।
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন