July 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 22nd, 2022, 8:00 pm

স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে

অনলাইন ডেস্ক :

রাজধানীর বিজয় সরণিতে হচ্ছে আধুনিক প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের পরেই এটি চালু হবে। স্টার সিনেপ্লেক্সে বুধবার তাদের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, মে মাসেই চালু হবে এই্ প্রেক্ষাগৃহটি। একটি স্ক্রিন থাকবে সেখানে। সিট সংখ্যা হবে ১৮৬টি। এরইমধ্যে অধিকাংশ কাজ শেষ করেছে স্টার সিনেপ্লেক্সের। ঢাকার বাইরেও সিনেপ্লেক্স নির্মাণের কাজ চলছে। চট্টগ্রাম, কুমিল্লা ও বগুড়াতে শিগগিরই শেষ হবে এর নির্মাণকাজ। উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে। ধানমন্ডির সীমান্ত সম্ভার, মিরপুরে সনি স্টার ও মহাখালীর এসকেএস টাওয়ারেও দু’টি শাখা রয়েছে।