অনলাইন ডেস্ক :
পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটিতে সফর করছেন মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমর। মার্কিন কংগ্রসের আইনপ্রণেতা ইলহান ওমর পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। অবশ্য এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ইলহান ওমরের সফর সরকারি নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন ইমরান খান। কংগ্রেস সদস্য ইলহান ওমর রাজধানী ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুইজনের দীর্ঘক্ষণের বৈঠক হয়েছে। এটা কি সত্যি যে ইলহান ওমর বাইডেন প্রশাসনের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে গেছেন?’ সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নেড প্রাইস বলেন, ‘ইলাহানের এই সফর মার্কিন সরকারের অর্থায়নে কিংবা কোনও সরকারি সফর নয়’। আলোচিত এই মুসলিম নারী আইনপ্রণেতা মার্কিন কংগ্রেসের সদস্য হওয়ার পর প্রথমবার পাকিস্তান সফরে এসেছেন। আগামীকাল রোববার পর্যন্ত দেশটিতে অবস্থান করার কথা রয়েছে তার। এই সফরে অনেক পাকিস্তানি নেতার সঙ্গেও দেখা করেছেন ইলহান ওমর। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার ও জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ। তবে ইমরান খানের সঙ্গে এই মার্কিন আইনপ্রণেতার বৈঠক নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। মার্কিন এই আইনপ্রণেতা পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মিরেও সফরে করেছেন।
আরও পড়ুন
এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান
টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস