January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 22nd, 2022, 8:34 pm

এবার পুতিনের মেয়েদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোর পথ অনুসরণ করে এবার অস্ট্রেলিয়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ তাদের ভ্রমণ নিষিদ্ধ করেছে। একই পদক্ষেপ নেওয়া হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মেয়ের বিরুদ্ধেও। অস্ট্রেলিয়া সরকার শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। এ নিয়ে রাশিয়ার মোট প্রায় ৭৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা কবলে পড়ল। অস্ট্রেলিয়া পুতিনের মেয়েদের নাম উল্লেখ করেনি। তবে সবারই জানা, পুতিনের মারিয়া ভরোন্তসোভা ও কাতেরিনা তিখোনোভা নামে দুই মেয়ে আছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় আছেন রাশিয়ার ১৪৪ জন সিনেটরও, যারা ইউক্রেইনের দুই রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক এবং লুহান্সককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার রুশ প্রেসিডেন্ট পুতিনের পদক্ষেপকে সমর্থন করেছিলেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেইনে অন্যায় এবং বিনা উস্কানিতে আগ্রাসন চালানোর জন্য যারা দায়ী তাদেরকে নিশানা করে রাশিয়াকে আরও মূল্য দেওয়ানোর পদক্ষেপ অস্ট্রেলিয়া নিতেই থাকবে।