অনলাইন ডেস্ক :
প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেল পাকিস্তানের ছবি। দেশটির তরুণ নির্মাতা সায়েম সাদিকের ‘জয়ল্যান্ড’ নির্বাচিত হয়েছে আঁ সাঁর্তে রিগা শাখায়। এটিই তার পরিচালিত প্রথম ছবি, যার সুবাদে ক্যামেরা দ’র পুরস্কারের জন্য বিবেচিত হবেন তিনি। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নির্মাতা সায়েম সাদিক। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জয়ল্যান্ড’ ছবির স্থিরচিত্র শেয়ার করে তুলে ধরেছেন নিজের অনুভূতি। তিনি লিখেছেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে আমাদের ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে। এই অর্জন শুধু আমার নয়, ছবি-সংশ্নিষ্ট সবার। তাই সবার সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানা জাফরি, আলিনা খান, আলি জুনেজো, সানিয়া সাঈদ, সোহেল সামির প্রমুখ।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!