সাবেক যুগ্মসচিব এবং জনতা ব্যাংক লিমিটেড, পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরীর সৌজন্যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাস্থ গাংকুল গ্রামে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে এলাকার সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় ।
২৩ এপ্রিল শনিবার রাতে জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যাবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ উপস্থিতিতে মেশকাত আহমেদ চৌধুরী অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, আমাদের সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। ধনীদের সম্পদের উপর গরীবের হক রয়েছে। তাদের প্রতি নৈতিক ও সামাজিক দায়বদ্বতাও আছে। তাই এই বিষয়গুলো বিবেচনা করে আমাদেরকে দরিদ্র মানুষের জন্য কাজ করতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের উন্নয়ন হলে সমাজ ও দেশের প্রকৃত উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, জনতা ব্যাংক জনগণের ব্যাংক। এ ব্যাংক সামাজিক দায়বদ্ধতা থেকে সারা দেশে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠির জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বড়লেখায় জনতা ব্যাংক সমাজের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর উপমহাব্যবস্থাপক মোঃ নূরুল মোস্তফা, হরিপুর স্কুলের সাবেক প্রধান শিক্ষক গোলাম মহিব চৌধুরী, এরিয়া অফিস, মৌলভীবাজার সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবদুল হামিদ, বড়লেখা শাখার ব্যবস্থাপক পিযূষ কান্তি দাস, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গাংকুল এলাকার প্রায় ৪ শতাধিক অসহায়, দরিদ্র মানুষের মাঝে রমজান ও ঈদের উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়।
—-প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের আহবায়ক ইকবাল, সদস্য সচিব মোস্তাফিজ
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম সম্মাননা পেলেন শামছুল আলম
চাকরি হারাতে পারেন ৫৪ লাখ বাংলাদেশি