অনলাইন ডেস্ক :
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। ২০১৯ সালের শেষ দিকে করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ছড়িয়ে পড়েছে ২২০টি দেশ ও অঞ্চলে। ভাইরাসটিতে ২ বছরের কম সময়ের মধ্যে এত মৃত্যু দেখলো বিশ্ব।
করোনায় ৬ লাখের বেশি মৃত্যু নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই ব্রাজিল ও ভারতের অবস্থান। করোনায় বিশ্বে মোট শনাক্ত ১৮ কোটি ৪৯ লাখের বেশি।
এদিকে, করোনার ডেল্টা ধরনের প্রভাবে ইউরোপজুড়ে সংক্রমণ বাড়তে থাকায় এখনই দেশগুলোকে বিধিনিষেধ তুলে না নেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত দেশগুলোর ভোগান্তি আরও বাড়িয়ে তুলবে বলেও সতর্ক করে সংস্থাটি।
আরও পড়ুন
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
রাজউকের প্লট দুর্নীতিঃশেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চীন বাদে সব দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প