January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 25th, 2022, 9:02 pm

শিগগিরই বলিউডে অভিষেক হতে পারে শচীন কন্যার

শিগগিরই বলিউডে অভিষেক হতে পারে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারার।

২৪ বছর বয়সী সারা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

দেশটির শীর্ষস্থানীয় বিনোদন নিউজ পোর্টাল ‘বলিউড লাইফ’ জানিয়েছে,ইতোমধ্যেই মডেলিং ও ইনস্টাগ্রামে ১৮ লাখেরও বেশি ফলোয়ার নিয়ে বলিউডে ক্যারিয়ার গড়তে আগ্রহী সারা।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পোর্টালটি জানিয়েছে, ‘সারা শিগগিরই বলিউডে অভিষেক করতে পারে। তিনি অভিনয়ে খুব আগ্রহী এবং কিছু ব্র্যান্ডের হয়ে কাজ করার কারণে অভিনয় নিয়ে কিছু প্রশিক্ষণ ও নিয়েছেন।’

অন্যদিকে তার ভাই অর্জুন বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে মনোনিবেশ করেছে।

২০১৩ সালের অক্টোবরে ২০০ তম টেস্ট খেলে ২৪ বছরের ক্রিকেট জীবন থেকে অবসর নেন ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার।

—ইউএনবি