নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ছয়দিন বন্ধ থাকবে। তবে সচল থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার। সোমবার (২৫ এপ্রিল) হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে ঈদুল ফিতর হতে পারে। এ কারণে ১ মে থেকে ৫ মে পর্যন্ত বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এমনিতেই বন্দর বন্ধ থাকবে। ৭ মে পুনরায় বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ঘোষণাকৃত ছুটি অনুযায়ী হিলি কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে অন্য দিন কাস্টমসের সব কার্যক্রম খোলা থাকবে। এ ছাড়া কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম খোলা থাকবে ঈদের দিনসহ সবদিন। এ পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা পারাপার হতে পারবেন।
আরও পড়ুন
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স
চালের বাজার সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা