অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৩৪ হাজার ৪৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ২০ হাজার ১৬৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১০ লাখ ৪২ হাজার ৩৬৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯১ হাজার ৫৭২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৬০ হাজার ৮৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২২ হাজার ২২৩ জনে।
আরও পড়ুন
ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা, কাউকে ঢুকতে দেওয়া হবে না
বাংলাদেশি শ্রমিকদের দেওয়া হবে মাল্টিপল এন্ট্রি ভিসা: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
নরওয়েতে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু