অনলাইন ডেস্ক :
বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের নামফলক বদল করা হয়েছে। ভক্তরা সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এই ঘটনা। বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড লাইফ এক প্রতিবেদনে দাবি করেছে, স্ত্রী গৌরী খানের তত্ত্বাবধানে নামফলকের ডিজাইন করা হয়েছে। পরিবারের মানদ-ের সাথে মানানসই কিছু চেয়েছিলেন গৌরী; মিসেস খানের ক্লাসিক পছন্দ প্রশংসা পাচ্ছে। মান্নাতের নতুন নামফলকে খরচ পড়েছে ২০ থেকে ২৫ লাখ রুপি। এবারই প্রথম নয়, এর আগেও পরিবর্তন করা হয়েছিল মান্নাতের নেমপ্লেট। গুজরাটের ব্যবসায়ী নারিমান দুবাসের কাছ থেকে এই বাংলোটি কেনেন কিং খান। চার বছর আইনি জটিলতার কারণে নাম পালটাতে পারেননি শাহরুখ। শেষ পর্যন্ত ২০০৫ সালে পাকাপাকিভাবে ‘ভিলা ভিয়েনা’র নাম বদলে হয় ‘মান্নাত’। শাহরুখ খান বর্তমানে তিন সিনেমার শুটে ব্যস্ত সময় পার করছেন, যার মধ্যে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে।

আরও পড়ুন
‘সুলতানাস ড্রিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে
পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান