অনলাইন ডেস্ক :
মুখোমুখি শাকিব খান ও বুবলী। তবে কী নিয়ে তারা মুখোমুখি অবস্থানে? ঈদে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে। একটি গলুই ও আরেকটি বিদ্রোহী। যার একটি সিনেমায় শাকিবের বিপরীতে পূজা চেরী আরেকটিতে শবনম বুবলী। শাকিবের দুটি সিনেমা মুক্তি পেলেও শুধুমাত্র গলুই প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। তারকায় তারকায় যুদ্ধ হয় সিনেমার ময়দানে। তবে সেই ময়দানটা কোনো উৎসবে হলে যুদ্ধটা আরও বেড়ে যায়। যুদ্ধটা শক্তির নয়, যুদ্ধটা জনপ্রিয়তার, নতুন সিনেমার মাধ্যমে দর্শকের কাছে প্রশংসা পাওয়ার। তাই সিনেমা মুক্তির আগে থেকেই প্রচারণায় অংশ নেন চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা। ঢাকাই সিনেমায় এবার ঈদে চারটি সিনেমা মুক্তি পাচ্ছে। এরমধ্যে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে। একটি গলুই ও আরেকটি বিদ্রোহী। যার একটি সিনেমায় শাকিবের বিপরীতে পূজা চেরী আরেকটিতে শবনম বুবলী। শাকিবের দুটি সিনেমা মুক্তি পেলেও শুধুমাত্র গলুই প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে বুবলী বিদ্রোহীর প্রচারণায় অংশ নিয়েছেন। আর এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় বইছে অন্য হাওয়া। সংশ্লিষ্টরা বলছেন, শাকিব-বুবলী এবার একক নয়, এবার দুজনেই মুখোমুখি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি সিনেমার প্রচারণায় একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন শাকিব-বুবলী। গেল কয়েক বছর ঈদ মানেই শাকিব-বুবলী জুটির সিনেমা। তবে এবার ঢালিউড সিনেপাড়ার দর্শকরা ভিন্ন স্বাদ নিতে যাচ্ছেন। শাকিব-বুবলী জুটি ছাড়াও আছেন, শাকিব-পুজী,সিয়াম-পুজা জুটিরও সিনেমা।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!