অনলাইন ডেস্ক :
আশির দশকের শেষ লগ্নে যাত্রা শুরু করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দীর্ঘ চার দশকের পথচলায় এখনো কমেনি অনুষ্ঠানটির আবেদন। এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় একটি অংশ বিদেশি নাগরিকদের নিয়ে তৈরি করে থাকেন হানিফ সংকেত। কিন্তু করোনা সংকটের কারণে মাঝে এ পর্বটি রাখতে পারেননি। বিরতি ভেঙে ফের বিদেশিদের নিয়ে বিশেষ এই পর্ব তৈরি করেছেন হানিফ সংকেত। ঈদুল ফিতরের জন্য নির্মিত এবারের ‘ইত্যাদি’-তে দেখা যাবে পর্বটি। হানিফ সংকেত জানান, বিদেশিরা এ দেশে অনেক ব্যস্ত সময় কাটান, তাই এ ধরণের অনুষ্ঠানের জন্য নিয়মিত মহড়া দেয়া অত্যন্ত কঠিন। তারপরও বিদেশিরা মনে করেন এটি তাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ এবং শিক্ষণীয় বিষয় উপস্থাপন। তাই তারাও উৎসাহের সঙ্গে পর্বটির জন্য অপেক্ষা করেন। এবারের পর্বে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস্, সুইডেনসহ বিভিন্ন দেশের নাগরিক। দেশের গ্রামীণ জনপদে সন্তান নিয়ে প্রচলিত কিছু কুসংস্কারের উপর তৈরি করা হয়েছে এবারের পর্বটি। প্রতিবারের মতো এবারো ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!